About Us

সহযোগী অধ্যাপক ডাঃ এস চক্রবর্তী(পিটি)

ডা. এস চক্রবর্তী (পিটি) পরিচিতি

ফিজিওথেরাপির চিকিৎসা এখন বিশ্বব্যাপী সমৃদ্ধ হলেও বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। কিন্তু রোগের প্রাদুর্ভাব ও রোগির সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। এখনও দেশে বাত ব্যথা প্যারালাইসিসসহ সংশ্লিষ্ট রোগের সঠিক চিকিৎসা থেকে মানুষ প্রায়ই বঞ্চিত হচ্ছে। আশার কথা হলো, বিশ্বমানের ফিজিওথেরাপির চিকিৎসা এখন দেশেই হচ্ছে। সেই নিশ্চয়তা দিচ্ছে ঢাকায় শ্যামলী রিং রোডে অবস্থিত স্পেশালাইজড ফিজিওথেরাপি হসপিটাল। এ প্রতিষ্ঠানটি এস পি হাসপাতাল নামে ইতোমধ্যে বেশ পরিচিতি পেয়েছে। এখানে বিশ্বমানের ফিজিওথেরাপির চিকিৎসা পাওয়ার অন্যতম কারণ হলো এ হাসপাতালটি পরিচালনায় রয়েছেন ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডা. এস চক্রবর্তী (পিটি) প্রথম Masters of Disability and  Rehabilitation

Management (MDRM)বিষয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন । তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত | তিনি আমেরিকা, কানাডা, জাপান, থাইল্যান্ড, ইতালি, বেলজিয়াম ও ইউরোপের বিভিন্ন দেশে বাত, ব্যথা ও প্যারালাইসিস-এর উপর উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।

  • Call us: 01793557825
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Scroll to Top